Logo

সারাদেশ

বড়লেখায় সিএনজি চুরির চেষ্টা, গণপিটুনিতে যুবক নিহত

Icon

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫২

বড়লেখায় সিএনজি চুরির চেষ্টা, গণপিটুনিতে যুবক নিহত

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

মৌলভীবাজারের বড়লেখায় সিএনজি অটোরিকশা চুরির সময় গণপিটুনিতে সুমন আহমদ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জাহাঙ্গীর আলম (৩০) গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে বড়লেখার সদর ইউনিয়নের ডিমাই ওসমানীবাজার এলাকায় গ্যারেজ থেকে ৩টি সিএনজি চুরি করতে গিয়ে স্থানীয়রা চোরদের ধাওয়া করে। ধাওয়া করার সময় চোরদের স্থানীয়রা আটক করে মারধর করলে সুমন আহমদ গুরুতর আহত হন এবং হাসপাতালে মৃত্যু হয়। আহত জাহাঙ্গীর আলমকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সুমন সিলেট সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের হারিছ আলীর ছেলে। আহত জাহাঙ্গীর আলম মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার সুড়িখাল গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘সিএনজি চুরির সময় দুজনকে স্থানীয়রা ধরে মারধর করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

স্থানীয়রা অভিযোগ করেছেন, বড়লেখায় সম্প্রতি সিএনজি চুরির ঘটনা বেড়েছে। অনেক এলাকায় রাত জেগে পাহারা দেওয়া হচ্ছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর