Logo

সারাদেশ

বাকেরগঞ্জে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৫

বাকেরগঞ্জে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

বরিশালের বাকেরগঞ্জে সাংবাদিক ইমরান খান সালামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বরিশাল কুয়াকাটা মহাসড়কের বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান রোমান, সহসভাপতি জাকির জোমাদ্দার, হাফেজ খলিলুর রহমান, কাওসার হোসেন ক্ষৌনিশসহ সাংবাদিকরা। বক্তারা ইমরান খান সালামের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর বিকেলে সাংবাদিক ইমরান খান সালামের ওপর পৌর শহরের সাহেবগঞ্জ এলাকায় একদল সন্ত্রাসী হামলা চালায়। গুরুতর আহত সালামকে প্রথমে বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়, পরে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর