Logo

সারাদেশ

শ্রীপুরে র‌্যাব অবরুদ্ধের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১৪

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৯

শ্রীপুরে র‌্যাব অবরুদ্ধের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১৪

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুরে অস্ত্রসহ এক ব্যবসায়ীকে আটক করার সময় উত্তেজিত জনতার হাতে র‌্যাব সদস্যরা অবরুদ্ধ হওয়ার ঘটনায় ২২ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ইতেমধ্যে ১৪ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ঘটনা ঘটেছে রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরামা চৌরাস্তায়। র‌্যাব-১ এর সদস্যরা মোশারফ হোসেন (৪০) নামে এক ব্যবসায়ীকে অস্ত্রসহ আটক করলে স্থানীয়রা তাকে ‘ভুয়া র‌্যাব’ বলে আখ্যায়িত করে সদস্যদের ঘিরে ফেলে। উত্তেজিত জনতা রাস্তা অবরুদ্ধ করে এবং এক পর্যায়ে মোশারফকে র‌্যাবের কাছ থেকে ছিনিয়ে নেয়।

শ্রীপুর থানা জানায়, র‌্যাব-১ উত্তরা ক্যাম্পের ইনচার্জ মামলাটি দায়ের করেছেন। গাজীপুর পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, ‘স্থানীয়দের সঙ্গে র‌্যাব সদস্যদের মধ্যে সমস্যা তৈরি হয়, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

সহকারী পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, রাত সাড়ে ৭টার দিকে সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মামলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর