কিশোরগঞ্জে মেডিকেল কলেজে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৬
-68bee2cc0ed71.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবার দুর্দশা, অব্যবস্থাপনা ও অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাকসা), কিশোরগঞ্জ জেলা শাখা ৯ দফা দাবী উত্থাপন করেছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) হাসপাতালের প্রাঙ্গণে দিনব্যাপী অবস্থান কর্মসূচি থেকে দাবিগুলো ঘোষণা করা হয়।
দাবির মধ্যে রয়েছে : হাসপাতাল সেনাবাহিনীর তত্বাবধানে পরিচালনা, দক্ষ ডাক্তার ও নার্স নিশ্চিত করা, সকল পরীক্ষার যন্ত্রপাতি চালু করা, ঔষধ কোম্পানি প্রতিনিধি ও দালাল নির্মূল করা, আউটসোর্সিং নিয়োগ প্রক্রিয়ার তালিকা প্রকাশ, অনিয়ম ও দুর্নীতিতে জড়িতদের প্রত্যাহার, নারী কেলেঙ্কারিতে জড়িত ডা. হেলিশ রঞ্জনকে অপসারণ ও ধর্ষণ মামলায় গ্রেপ্তার, পরিষ্কার পরিচ্ছন্নতা ও খাবারের সুষমমান নিশ্চিত, মনিটরিং কমিটি গঠন ও রিপোর্ট প্রকাশ এবং হাসপাতালের রাস্তা সংস্কার। এছাড়া এম্বুলেন্স সিন্ডিকেট উৎখাতের দাবি জানানো হয়।
সংগঠক ফয়সাল প্রিন্স জানান, ‘হাসপাতাল কর্তৃপক্ষ আজ দুপুরে আমাদের কাছে আসে এবং দাবী বাস্তবায়নের জন্য ৭ দিনের সময় চেয়েছে। সময় শেষ পর্যন্ত দাবী পূরণ না হলে আমরা কিশোরগঞ্জ ব্লকেড ঘোষণা করবো।’
অবস্থান কর্মসূচিতে বাকসা ও অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এআরএস