Logo

সারাদেশ

কিশোরগঞ্জে মেডিকেল কলেজে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৬

কিশোরগঞ্জে মেডিকেল কলেজে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

ছবি : বাংলাদেশের খবর

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবার দুর্দশা, অব্যবস্থাপনা ও অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাকসা), কিশোরগঞ্জ জেলা শাখা ৯ দফা দাবী উত্থাপন করেছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) হাসপাতালের প্রাঙ্গণে দিনব্যাপী অবস্থান কর্মসূচি থেকে দাবিগুলো ঘোষণা করা হয়।

দাবির মধ্যে রয়েছে : হাসপাতাল সেনাবাহিনীর তত্বাবধানে পরিচালনা, দক্ষ ডাক্তার ও নার্স নিশ্চিত করা, সকল পরীক্ষার যন্ত্রপাতি চালু করা, ঔষধ কোম্পানি প্রতিনিধি ও দালাল নির্মূল করা, আউটসোর্সিং নিয়োগ প্রক্রিয়ার তালিকা প্রকাশ, অনিয়ম ও দুর্নীতিতে জড়িতদের প্রত্যাহার, নারী কেলেঙ্কারিতে জড়িত ডা. হেলিশ রঞ্জনকে অপসারণ ও ধর্ষণ মামলায় গ্রেপ্তার, পরিষ্কার পরিচ্ছন্নতা ও খাবারের সুষমমান নিশ্চিত, মনিটরিং কমিটি গঠন ও রিপোর্ট প্রকাশ এবং হাসপাতালের রাস্তা সংস্কার। এছাড়া এম্বুলেন্স সিন্ডিকেট উৎখাতের দাবি জানানো হয়।

সংগঠক ফয়সাল প্রিন্স জানান, ‘হাসপাতাল কর্তৃপক্ষ আজ দুপুরে আমাদের কাছে আসে এবং দাবী বাস্তবায়নের জন্য ৭ দিনের সময় চেয়েছে। সময় শেষ পর্যন্ত দাবী পূরণ না হলে আমরা কিশোরগঞ্জ ব্লকেড ঘোষণা করবো।’

অবস্থান কর্মসূচিতে বাকসা ও অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর