শাহরাস্তিতে মাদ্রাসার সভাপতি ও সুপারের অপসারণের দাবিতে মানববন্ধন

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:১০
-68bee3bc47a37.jpg)
ছবি : বাংলাদেশের খবর
চাঁদপুরের শাহরাস্তি মডেল মহিলা আলিম মাদ্রাসার সভাপতি মাওলানা আমিনুল ইসলাম ও নবনিযুক্ত সুপার মো. মনিরুজ্জামের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের বলশীদ এলাকায় মাদ্রাসার সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বক্তারা অভিযোগ করেন, সভাপতি আমিনুল ইসলাম রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাদ্রাসাটি ব্যক্তিগতভাবে পরিচালনা করছেন এবং পরিবারের সদস্যদের নিয়োগ দিয়েছেন। তার স্ত্রী নাজমা আক্তার অফিসে একদিনও উপস্থিত না হলেও বেতন ভাতা গ্রহণ করছেন। প্রেসিডেন্টের পরিবারের আটজন বর্তমানে প্রতিষ্ঠানে কর্মরত।
মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, সভাপতি দায়িত্ব নেওয়ার মাত্র তিন দিনের মাথায় সুপার পদে মো. মনিরুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি রাজনৈতিকভাবে বিতর্কিত ও আগেও অন্য মাদ্রাসায় অনিয়মে জড়িত ছিলেন। বক্তারা বলেন, এ ধরনের নিয়োগ প্রতিষ্ঠানকে অস্থিতিশীল করবে।
অভিভাবক ও স্থানীয় ইউপি সদস্যরা ম্যানেজিং কমিটির গঠন প্রক্রিয়াকেও অনিয়মমূলক উল্লেখ করে অভিযোগ করেন। তারা বলেন, সভাপতি ও সুপার অপসারণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন এলাকার বহু অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তি।
এআরএস