কুষ্টিয়ার দুই ইউনিয়নের সম্মেলন না হওয়ায় জেলা বিএনপির কার্যালয় ঘেরাও

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৫
-68bee502b7614.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কুষ্টিয়ার হরিনারায়ণপুর ও আব্দালপুর ইউনিয়নের সম্মেলন না হওয়ায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির কার্যালয় ঘেরাও করেছেন। তারা অভিযোগ করেন, জেলা নেতারা ষড়যন্ত্র করে তাদের ভোটের অধিকার থেকে বিরত রাখছেন।
হরিনারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন, সদর উপজেলার ১১টি ইউনিয়নের সম্মেলন সম্পন্ন হলেও আমাদের দুই ইউনিয়নের সম্মেলন স্থগিত করা হয়েছে।
আব্দালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বিশ্বাস বলেন, ৭ সেপ্টেম্বর আমাদের ইউনিয়নের সম্মেলন হওয়ার কথা ছিল, কিন্তু রহস্যজনকভাবে এটি স্থগিত করা হয়েছে।
দুই ইউনিয়নের নেতারা সদর উপজেলা সম্মেলনের আগে নিজেদের ইউনিয়নের সম্মেলন আয়োজনের দাবি জানিয়েছেন। বিক্ষোভে অংশ নেন আব্দালপুর ও হরিনারায়ণপুর ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দসহ থানা বিএনপির নেতা-কর্মীরা।
জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, ‘দুই ইউনিয়নের সম্মেলনের দায়িত্ব কেন্দ্র থেকে সোহরাব উদ্দিনকে দেওয়া হয়েছে। বিবাদজনিত কারণে তিনি দায়িত্ব পালন করতে পারেননি। আমরা চেষ্টা করছি সমস্যা সমাধানের।’
এআরএস