Logo

সারাদেশ

দীর্ঘদিনের জবরদখল-অব্যবস্থাপনার বিরুদ্ধে চৌয়ারায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের প্রতিবাদ

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৮

দীর্ঘদিনের জবরদখল-অব্যবস্থাপনার বিরুদ্ধে চৌয়ারায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের প্রতিবাদ

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লা সদর দক্ষিণের ঐতিহ্যবাহী চৌয়ারা বাজারে দীর্ঘদিনের অনিয়ম, জবরদখল ও অব্যবস্থাপনার বিরুদ্ধে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এই কর্মসূচির নেতৃত্ব দেন চৌয়ারা নোয়াগ্রামের সমাজসেবক ও চিকিৎসক ডা. সহিদুল হক চৌধুরী।

মানববন্ধন ও র‌্যালিতে অংশ নেন বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ মানুষ। র‌্যালিটি চৌয়ারা মনু মিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ শেষে মাঝবাজারে শেষ হয়।

ডা. সহিদুল হক চৌধুরী বলেন, বাজারটি বিগত প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দীর্ঘদিন দুর্নীতি ও অব্যবস্থাপনার কবলে পড়ে। এখন সময় এসেছে বাজারকে আধুনিক, পরিচ্ছন্ন ও দখলমুক্ত করে গড়ে তোলার। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই উদ্যোগে সহযোগিতা করার আহ্বান জানান।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রকৌশলী মো. বসির উল্লাহ ও সাবেক কাউন্সিলর প্রার্থী অধ্যাপক ড. সাইফুল হক চৌধুরী বক্তব্যে বাজার সংস্কার ও দখলমুক্ত রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেন। স্থানীয়রা বলেন, চৌয়ারা বাজারকে পুনরায় উন্নত ও আধুনিক বাজার হিসেবে গড়ে তোলাই এখন সময়ের দাবি।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর