দীর্ঘদিনের জবরদখল-অব্যবস্থাপনার বিরুদ্ধে চৌয়ারায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের প্রতিবাদ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৮
-68beea83a4421.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কুমিল্লা সদর দক্ষিণের ঐতিহ্যবাহী চৌয়ারা বাজারে দীর্ঘদিনের অনিয়ম, জবরদখল ও অব্যবস্থাপনার বিরুদ্ধে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এই কর্মসূচির নেতৃত্ব দেন চৌয়ারা নোয়াগ্রামের সমাজসেবক ও চিকিৎসক ডা. সহিদুল হক চৌধুরী।
মানববন্ধন ও র্যালিতে অংশ নেন বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ মানুষ। র্যালিটি চৌয়ারা মনু মিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ শেষে মাঝবাজারে শেষ হয়।
ডা. সহিদুল হক চৌধুরী বলেন, বাজারটি বিগত প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দীর্ঘদিন দুর্নীতি ও অব্যবস্থাপনার কবলে পড়ে। এখন সময় এসেছে বাজারকে আধুনিক, পরিচ্ছন্ন ও দখলমুক্ত করে গড়ে তোলার। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই উদ্যোগে সহযোগিতা করার আহ্বান জানান।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রকৌশলী মো. বসির উল্লাহ ও সাবেক কাউন্সিলর প্রার্থী অধ্যাপক ড. সাইফুল হক চৌধুরী বক্তব্যে বাজার সংস্কার ও দখলমুক্ত রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেন। স্থানীয়রা বলেন, চৌয়ারা বাজারকে পুনরায় উন্নত ও আধুনিক বাজার হিসেবে গড়ে তোলাই এখন সময়ের দাবি।
এআরএস