রূপগঞ্জে প্রথমবারের মতো আধুনিক দন্ত চিকিৎসা সেবা চালু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৮
-68beeccab74f3.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো আধুনিক দন্ত চিকিৎসা সেবা উদ্বোধন করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম চালু করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌস, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী।
ডা. ফেরদৌস জানান, আধুনিক দন্ত চিকিৎসা সরঞ্জাম না থাকায় পূর্বে রোগীদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হয়নি। নতুন সরঞ্জামের মাধ্যমে স্থানীয় মানুষ দাঁতের জটিল সমস্যাসহ মুখগহ্বরের সঠিক যত্ন নিশ্চিত করতে পারবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘এ উদ্যোগে সাধারণ মানুষ রাজধানী বা শহরের প্রাইভেট হসপিটাল না গিয়ে স্থানীয় পর্যায়ে উন্নতমানের চিকিৎসা সেবা পাবেন।’
রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল চেয়ার, এক্স-রে মেশিন, স্কেলার, সার্জিক্যাল যন্ত্রপাতি এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হয়েছে।
এ সেবার মাধ্যমে দাঁতের ক্ষয়, মাড়ির প্রদাহ, দাঁত তোলা, ফিলিং ও স্কেলিংসহ বিভিন্ন জটিল সমস্যা চিকিৎসা করা সম্ভব হবে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা আশা করছেন, ধীরে ধীরে সেবাটি আরও সম্প্রসারিত হবে এবং রূপগঞ্জের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হবে।
আকাশ/এআরএস