Logo

সারাদেশ

ফতুল্লায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে কিশোর গ্যাং লিডার নিহত

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৭

ফতুল্লায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে কিশোর গ্যাং লিডার নিহত

নিহত ইভন। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে কিশোর গ্যাং লিডার নাহিয়ান আজম ইভন (২৫) নিহত হয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ইসদাইর এলাকার ওসমানী স্টেডিয়ামের পাশে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ইভন আজমের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও কিশোর গ্যাং পরিচালনাসহ একাধিক মামলা রয়েছে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে একাধিকবার গ্রেপ্তার হয়েছে।

স্থানীয়রা বলেন, ইভনের সঙ্গে ইসদাইর রেললাইন বস্তির পাগলা সাইফুল ও তার সহযোগীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এক মাস আগে ইভন তাদের মারধর করার পর প্রতিশোধ নিতে বেপরোয়া হয়ে ওঠে সাইফুল গ্রুপ।

ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম জানান, ‘নিহতের লাশ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

নিহতের বাবা আজম বাবু বলেন, ‘আমার ছেলের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই। দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর