Logo

সারাদেশ

লালমোহন হা-মীমের ১৭ শিক্ষার্থী পেল এসএসসি বৃত্তি

Icon

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৭

লালমোহন হা-মীমের ১৭ শিক্ষার্থী পেল এসএসসি বৃত্তি

ছবি : বাংলাদেশের খবর

ভোলার লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১৭ জন শিক্ষার্থী এসএসসিতে বৃত্তি লাভ করেছে। রোববার (৭ সেপ্টেম্বর) প্রকাশিত ফলাফলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিষ্ঠানটি এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পুরো জেলায় শতভাগ পাশের রেকর্ড স্থাপন করেছে। এর মধ্যে ৪৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এবার নতুন বৃত্তিপ্রাপ্তির মাধ্যমে শিক্ষার্থীরা মেধা ও যোগ্যতার ক্ষেত্রে শীর্ষস্থান ধরে রেখেছে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছে মো. জুবায়ের ইসলাম, মো. সবর ইসলাম, তাসনিম হোসেন তানহা, ইসমাইল হোসেন ইমন, সাদমান মুক্তাদিন অন্তু, ইফতেখার আহমেদ জিসান, অভিষেক আহমেদ আবির, মাহাদি ইসলাম আলভী, মো. তরিকুল ইসলাম, মো. তুষার, ইষান আল রাহী, মো. মমশাদ হোসেন, তানহা আলম মমো, উদিতা আক্তার মরিয়ম, মোসা. মায়মুনা বেগম, আমেনা বেগম এবং মারিয়া আক্তার মিম।

লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, ‘এই সাফল্য আমাদের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। এটি ভবিষ্যতে আরও বড় অর্জনের প্রেরণা যোগাবে।’

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর