Logo

সারাদেশ

নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৫

নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় জসিম মোল্যা (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দুর্গাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জসিম সদর উপজেলার হবখালী ইউনিয়নের ফলিয়া গ্রামের জাফর মোল্যার ছেলে। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি তিনি নিজেই চালাচ্ছিলেন। হঠাৎ সড়ক পার হওয়ার চেষ্টা করা এক পথচারী নারীর সঙ্গে সংঘর্ষের কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে জসিম ও ওই পথচারী আহত হন।

স্থানীয়রা দুজনকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। পরে জসিমকে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যার দিকে তিনি মারা যান।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর