লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে গাছের চারা রোপণ

লোহাগড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৮

ছবি : বাংলাদেশের খবর
‘গাছ লাগাবো, গাছ বাঁচাবো, আমার সবুজ প্রাণ সবুজ সতেজ করবো—খোদার সেবা দান’ এই স্লোগানকে সামনে রেখে লোহাগাড়া প্রেসক্লাব বনজ, ফলজ ও ফুলজ গাছের মোট এক হাজার চারা রোপণ করেছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন লোহাগাড়া ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজের রাস্তায় এসব চারা রোপণ করা হয় এবং ছাত্রদের মাঝে বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, লোহাগাড়া ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক সুনিল কুমার বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সাজ্জাদুর রহমান, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জুনাইদ, লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ ইসলাম, সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজ এবং অন্যান্য সদস্যবৃন্দ।
এআরএস