মিরসরাই কলেজ রোডে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০০
-68c016c3506bf.jpg)
ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রামের মিরসরাই কলেজ রোডে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে পৌর প্রশাসক ও উপজেলা সহকারি কমিশনার আলাউদ্দিন কাদের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মিরসরাই কলেজ গেইট থেকে ফুটওভার ব্রিজ পর্যন্ত স্থায়ী ও অস্থায়ী শতাধিক অবৈধ দোকান-স্টল উচ্ছেদ করা হয়। এছাড়া অপরিস্কার থাকায় আরাফাত হোটেলকে ভোক্তাধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পৌরসভা, ভূমি ও মিরসরাই থানার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।
মিরসরাই পৌর প্রশাসক আলাউদ্দিন কাদের বলেন, ‘দীর্ঘদিন ধরে কিছু ব্যবসায়ী ফুটপাত দখল করে ব্যবসা করছে। শিক্ষার্থী ও জনসাধারণের চলাচল বিঘ্নিত হওয়ায় জনস্বার্থে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।’
এআরএস