Logo

সারাদেশ

মিরসরাই কলেজ রোডে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

Icon

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০০

মিরসরাই কলেজ রোডে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের মিরসরাই কলেজ রোডে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে পৌর প্রশাসক ও উপজেলা সহকারি কমিশনার আলাউদ্দিন কাদের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মিরসরাই কলেজ গেইট থেকে ফুটওভার ব্রিজ পর্যন্ত স্থায়ী ও অস্থায়ী শতাধিক অবৈধ দোকান-স্টল উচ্ছেদ করা হয়। এছাড়া অপরিস্কার থাকায় আরাফাত হোটেলকে ভোক্তাধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পৌরসভা, ভূমি ও মিরসরাই থানার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।

মিরসরাই পৌর প্রশাসক আলাউদ্দিন কাদের বলেন, ‘দীর্ঘদিন ধরে কিছু ব্যবসায়ী ফুটপাত দখল করে ব্যবসা করছে। শিক্ষার্থী ও জনসাধারণের চলাচল বিঘ্নিত হওয়ায় জনস্বার্থে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

উচ্ছেদ অভিযান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর