Logo

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৩

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চৌমহনীতে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ট্রাকের ধাক্কায় ফাতেমা খাতুন (১০) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। ফাতেমা ভবানীপুর রাজারামপুর এলাকার ইসমাইল হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানায়, কোচিং থেকে ফেরার সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা আহত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মেডিকেল অফিসার ডা. ইসারুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই ফাতেমার মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মতিউর রহমান বলেন, ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর