চাঁদপুরে ১৯ সাংবাদিক পেলেন ১৩ লাখ টাকার অনুদান

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪১
-68c0208f52c5f.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে চাঁদপুর জেলার ১৯ সাংবাদিককে প্রায় ১৩ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ।
তিনি জানান, দেশের ৬৪ জেলার ৩২০ সাংবাদিককে ২ কোটি ২০ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে, যা প্রতি তিন মাস অন্তর প্রদান করা হয়।
অনুষ্ঠানে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পৌর প্রশাসক গোলাম জাকারিয়া, কল্যাণ ট্রাস্টের সদস্য শাহীন হাসনাত ও জেলা তথ্য অফিসার তপন ব্যাপারী।
অনুদানপ্রাপ্ত সাংবাদিকরা এ সহায়তার জন্য ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
আলআমিন ভূঁইয়া/এআরএস