Logo

সারাদেশ

বরিশালে ওসিসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা, তদন্তে দুদক

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৪

বরিশালে ওসিসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা, তদন্তে দুদক

ছবি : বাংলাদেশের খবর

বরিশাল নগরীতে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন থেকে ধরে নিয়ে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে কোতোয়ালি মডেল থানার ওসিসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়ের করা মামলাটি তদন্তের দায়িত্ব দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. শাখাওয়াত হোসেন।

মামলায় আসামি করা হয়েছে ওসি মিজানুর রহমান, ডিবি পুলিশের পরিদর্শক সগীর হোসেন, এসআই সাইফুল ইসলাম, স্টিমারঘাট ফাঁড়ির এসআই নাসিম, কনস্টেবল বিশ্বজিৎসহ অজ্ঞাতনামা ১২ জনকে।

বাদি তাসমিন ইয়াসমিন অভিযোগ করেন, গত ১৯ আগস্ট স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আন্দোলনের সময় তাকে আটক করে মারধর ও শ্লীলতাহানি করা হয়।

ডিবি পরিদর্শক সগীর হোসেন দাবি করেছেন, অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা হয়নি; তিনি স্বেচ্ছায় চলে গেছেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মামলা দুর্নীতি দমন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর