বাগেরহাটে কিশোরদের সাইবার বুলিং সচেতনতা বিষয়ে কর্মশালা

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৭
-68c021e490d8b.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বাগেরহাট সদর উপজেলার মাহফুজা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বুধবার (৯ সেপ্টেম্বর) ‘তুমি ভবিষ্যতের প্রধানমন্ত্রী’ শীর্ষক এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় কিশোর-কিশোরীদের সাইবার বুলিং ও সাইবার অপরাধ থেকে সুরক্ষার উপায় নিয়ে আলোচনা হয়।
কর্মশালায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি, অবমাননাকর মন্তব্য, মিথ্যা তথ্য প্রচার তরুণদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। অনেকেই এই চাপ সহ্য করতে না পেরে চরম সিদ্ধান্ত নিচ্ছে।
শিক্ষার্থীদের সতর্ক করা হয় ইন্টারনেট ব্যবহারের নীতিমালা ও আইন সম্পর্কে। সাইবার অপরাধের শিকার হলে নীরব না থেকে আইনি সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
কর্মশালায় শেখ আল মামুন সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন শামিম মুন্সি, রোহিত হালদার, ইমন শেখ, রিজভী গাজী, নাহিদ ইসলাম, আল-আমিন শেখ, কাইফ সরদার, জিসান ও আব্দুল্লাহ।
এআরএস