লালমনিরহাটে গাছ কাটতে গিয়ে রিকশাচালকের মৃত্যু

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫০
-68c02281acafc.jpg)
ছবি : বাংলাদেশের খবর
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের কচুয়ার পাড় এলাকায় গাছ কাটার সময় চাপা পড়ে রহমত আলী (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশের কবরস্থানের জমিতে গাছ কাটতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গাছের আঘাতে মাথায় গুরুতর চোট পেয়ে তিনি আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এআরএস