নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০২
-68c0257e0a9c7.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নরসিংদীর মাধবদীতে মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি কাউছার আহমেদের নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মাধবদী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে অংশ নেয় মাধবদী প্রেসক্লাব, মাধবদী থানা প্রেসক্লাব, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাব, নরসিংদী সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন।
মানববন্ধনে বক্তব্য দেন মাধবদী প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ শেখ সাদী, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম রিপন, নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাহাদাৎ হোসেন রাজু, মাধবদী থানা প্রেসক্লাবের সভাপতি আল-আমিন সরকার ও সাধারণ সম্পাদক খন্দকার শাহিন।
বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।
গত ৮ সেপ্টেম্বর বিকেলে আনন্দ টিভি নরসিংদী প্রতিনিধি মো. মনিরুজ্জামান, দৈনিক যুগান্তরের মাধবদী প্রতিনিধি মো. জাকারিয়া ও নিউজ ২১ টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. শাহিন মিয়া তথ্য সংগ্রহের জন্য মহিষাশুড়া ইউনিয়ন পরিষদে গেলে হামলার ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, চেয়ারম্যান মুফতি কাউছার আহমেদের নির্দেশে তার সহযোগীরা ওই সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে ক্যামেরা, বুম, নগদ টাকা ও আইডি কার্ড ছিনিয়ে নেয়। এ সময় তাদের মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং অস্ত্রের মুখে জিম্মি করে ইউনিয়ন পরিষদের ভেতরে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়।
ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিভিন্ন সাংবাদিক সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করে।
সুমন রায়/এআরএস