Logo

সারাদেশ

শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে পৌরসভার ইলেকট্রিশিয়ান নিহত

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১১

শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে পৌরসভার ইলেকট্রিশিয়ান নিহত

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রীপুর পৌরসভার ইলেকট্রিশিয়ান নাইম শেখ (২৫) নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে শ্রীপুর-আনসার রোড সংলগ্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে এই ঘটনা ঘটে। নাইম শেখ শ্রীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উজিলাব গ্রামের বাসিন্দা এবং বিল্লাল হোসেনের ছেলে।

শ্রীপুর পৌরসভার বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী মিজানুর রহমান জানান, ‘দুপুরে বৈদ্যুতিক লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। কাজের সময় নাইমের কাঁধে থাকা একটি জিআই অ্যাঙ্গেল অসাবধানতাবশত পাশের বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে যায়। এতে তিনি তৎক্ষণাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গুরুতর আহত অবস্থায় পড়ে যান।’

স্থানীয়রা তাকে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসকও মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘ঘটনার কথা শুনেছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ হাসপাতালে খোঁজ নিচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর