ভাঙ্গায় নির্বাচনী পুনর্বিন্যাসের প্রতিবাদে টানা ১০ ঘণ্টা সড়ক অবরোধ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৭
-68c036e65d09e.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুর-৪ আসনের আওতাধীন ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী এলাকা পুনর্বিন্যাসের মাধ্যমে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ভাঙ্গা।
তিন দিনের আল্টিমেটামের মেয়াদ শেষ হওয়ার পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা দশ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী।
সকাল থেকে আলগী ও হামিরদী ইউনিয়নের হাজারো মানুষ ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে, বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে এবং টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে। অবরোধের প্রধান পয়েন্ট ছিল ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড, শুয়াদি, মনসুরাবাদ, পুখুরিয়া ও নওপাড়া এলাকা।
বিক্ষোভকারীরা জানান, পুনর্বিন্যাসের ফলে তাদের এলাকা নগরকান্দার সঙ্গে যুক্ত হয়ে সাংবিধানিক অধিকার ক্ষুন্ন হয়েছে। আন্দোলনকারীদের স্লোগান ছিল, ‘জীবন যাবে, রক্ত যাবে, তবুও ভাঙ্গা ছেড়ে যাব না।’
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার গুরুত্বপূর্ণ এই মহাসড়ক বন্ধ থাকায় হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন। অনেক যানবাহন রাস্তায় আটকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়।
মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় হামিরদী ইউনিয়নের লোকজন মহাসড়কের উপর সামিয়ানা টানিয়ে মঞ্চ তৈরি করে। কোথাও কোথাও বিক্ষোভকারীদের ফুটবল ও ক্রিকেট খেলতে দেখা যায়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান বলেন, ‘দুই ইউনিয়নের বাসীর স্মারকলিপি আমরা তিন দিন আগে নির্বাচন কমিশনে পাঠিয়েছি। এখনও পর্যন্ত কোনো ফল পাইনি। তবে সড়ক অবরোধ করে আন্দোলন করাটা সমাধানের উপায় নয়।”
হাইওয়ে থানার ওসি রকিবুজ্জামান জানান, ‘বিক্ষোভকারীরা ফরিদপুর-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কের চারটি স্থানে রাস্তা বন্ধ করে দেন। ফলে হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়েন। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম সিদ্দিক মিয়া বলেন, ‘সকালের শুরু থেকেই আলগীর মানুষ রাস্তায় অবস্থান নেয়। মানুষের ভোগান্তি বিবেচনায় বিকাল ৫টায় অবরোধ কর্মসূচি সমাপ্তি ঘোষণা করি। তবে দাবি আদায় না হলে পরবর্তীতে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি দেওয়া হবে।’
চেয়ারম্যানের ঘোষণার পরও সন্ধ্যা ৬টা পর্যন্ত বিক্ষোভকারীরা সড়ক ছাড়েননি। পরে সন্ধ্যার দিকে অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।
ইমরান মুন্সী/এআরএস