বগুড়ায় নিখোঁজের ৯ দিন পর রিকশাচালকের মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫১
---2025-09-09T214436-68c04d0f10fe0.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ার শেরপুরে নিখোঁজ হওয়ার ৯ দিন পর অটোরিকশা চালক আবু বক্কর সিদ্দিকের (৪০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাগড়া তালপুকুর এলাকার একটি জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবু বক্কর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে আবু বক্কর তার অটোরিকশায় নতুন ব্যাটারি লাগিয়েছিলেন। এরপর গত ৩০ আগস্ট থেকে তিনি নিখোঁজ হন।
অনেক খোঁজাখুঁজি পর সোমবার বিকেলে বাগড়া তালপুকুর এলাকায় একটি জলাশয়ে অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে তার পরিবারের সদস্যরা পোশাক দেখে আবু বক্করকে শনাক্ত করেন।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. মঈনুদ্দীন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই আবু বক্করকে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
- জুয়েল হাসান/এমআই