গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩২

ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুর উপজেলায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি ভাড়া বাড়ির অন্তত ১৫টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার মুলাইদ পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক মেম্বার জজ মিয়ার মালিকানাধীন বাড়ির একটি কক্ষে সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পুরো বাড়িতে ভয়াবহ রূপ নেয়। তিন ভাই-বোনের মালিকানাধীন ৩৮ কক্ষের মধ্যে অন্তত ১৪-১৫টি কক্ষ সম্পূর্ণ পুড়ে যায়।
বাড়ির মালিক জজ মিয়া বলেন, ‘সকালে হঠাৎ সিলিন্ডার থেকে আগুন লেগে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ অফিসে একাধিকবার ফোন করেও সাড়া পাইনি। এতে ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়।’
ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়া ইসহাক আলী জানান, নগদ আড়াই লাখ টাকা ও মালামালসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে তার। আরেক ভাড়াটিয়া তহুরা খাতুন বলেন, “আমার স্বামী রাতে ছিনতাইয়ের শিকার হয়ে খালি হাতে ফিরেছেন। সকালে আবার আগুনে নগদ ৯১ হাজার টাকা সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।”
খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
অন্যদিকে, পল্লী বিদ্যুৎ অফিসের অভিযোগ নম্বরে ফোন করেও সাড়া না পাওয়ার অভিযোগ ওঠায় মাওনা জোনাল অফিসের ডিজিএম শান্তনু রায় বলেন, ‘আমাদের সব নম্বর সবসময় খোলা থাকে। বিষয়টি খতিয়ে দেখা হবে।’
ঘটনায় কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ও হতাশা বিরাজ করছে।
এমএইচএস