Logo

সারাদেশ

ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪০

ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির প্রতিনিধিরা অংশ নেন।

সভায় পূজাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারসহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য— বিজয়া দশমীর দিনে দ্রুত প্রতিমা বিসর্জনের জন্য ঘাট প্রস্তুত রাখা, পূজার সাতদিন মদের দোকান বন্ধ রাখা, মণ্ডপে ডিজে গান নিষিদ্ধ করে ধর্মীয় সংগীত ও আরতি প্রতিযোগিতা আয়োজন, নারী ও শিশুদের নিরাপত্তায় কঠোর পদক্ষেপ গ্রহণ, প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন ও স্বেচ্ছাসেবকদের পরিচয়পত্র ব্যবহার বাধ্যতামূলক করা, বিকল্প বিদ্যুতের ব্যবস্থা রাখা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা। এছাড়া পূজার সময়ে শহরের চকবাজার এলাকায় ঘাটহাট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

সভায় জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা বলেন, ‘সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে। কোনো দুষ্কৃতিকারী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে।’

পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দ সভায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দুর্গাপূজা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর