Logo

সারাদেশ

উত্তরা ইপিজেডে শ্রমিক হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪০

উত্তরা ইপিজেডে শ্রমিক হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

ছবি : বাংলাদেশের খবর

নীলফামারীর উত্তরা ইপিজেডের শ্রমিক আহসান হাবিব (২১) নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নীলফামারী প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ফোরামের সভাপতি মোশরেফা মিশু এই দাবি জানান। সংবাদ সম্মেলনটি গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের ব্যানারে আয়োজন করা হয়।

বক্তারা বলেন, গত ২ সেপ্টেম্বর উত্তরা ইপিজেডে ২৩ দফা দাবী আদায়ের আন্দোলনের সময় আইন-শৃঙ্খলা বাহিনী গুলি চালিয়ে আহসান হাবিবকে হত্যা করে এবং অন্তত ৯ জন আহত হন। তারা বলেন, এই হত্যাকাণ্ড শুধু একটি প্রাণহানি নয়, নিহত শ্রমিকের পরিবারকে নিঃস্ব করে দিয়েছে। শ্রমিক নেতারা আরও বলেন, ন্যায্য দাবী বাস্তবায়ন না করে শ্রমিকদের উপর নির্যাতন চললে চলবে না।

বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ফেডারেশনের সভাপতি এ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল বলেন, ‘বিগত ফ্যাসিস্ট আমলে শ্রমিকদের উপর যে অন্যায় হয়েছে, বর্তমানেও তা চলছে। ফ্যাসিস্ট পতন আন্দোলনে বহু গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন, অনেকে আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন।’

মোশরেফা মিশু অভিযোগ করেন, উত্তরা ইপিজেডে শ্রমিক হত্যার ঘটনায় এখনও প্রশাসন কোনো তদন্ত কমিটি গঠন করেনি। তিনি নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৫০ লাখ টাকা দেওয়ার, ট্রেড ইউনিয়ন ও সমাবেশের অধিকার নিশ্চিত করারসহ পাঁচ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান।

এর আগে সকালে শ্রমিক নেতারা নিহত আহসান হাবিবের কবর জিয়ারত করেন, পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং জেলা প্রশাসক, পুলিশ সুপার, উত্তরা ইপিজেড ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ওএসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন জোটের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ এবং বাংলাদেশ লেবার কোর্টের আইনজীবী শারমিন সুলতানা মৌসুমি।

তৈয়ব আলী সরকার/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংঘর্ষ নিহত শ্রমিক আন্দোলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর