Logo

সারাদেশ

শ্রীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজে আগুনে ১৩ কক্ষ পুড়ে ছাই

Icon

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৯

শ্রীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজে আগুনে ১৩ কক্ষ পুড়ে ছাই

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ পশ্চিমপাড়ায় বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে একটি জজ মেম্বারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। প্রথমদিকে বাড়ির একটি কক্ষে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অন্তত ১৩-১৪টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে প্রায় ২০-৩০ লাখ টাকা ধরা হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


বাড়ির মালিক জজ মেম্বার জানিয়েছেন, আগুন মুহূর্তের মধ্যে বাড়ি জুড়ে ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান বলেন, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সোহেল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর