Logo

সারাদেশ

দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ২

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৬

দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ২

ছবি : বাংলাদেশের খবর

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিরপাড়া গ্রামে মন্ডল গ্রুপ ও সর্দার গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে সর্দার গ্রুপের দুইজন নিহত হয়েছেন এবং আরও চারজন আহত হয়েছেন।

নিহতরা হলেন সারফান সর্দার (৫০) ও তার ভাগ্নে বাইজিদ সর্দার (৩৫)। স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে সারফান ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত বাইজিদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত সারফান সর্দারের মেয়ে মিম খাতুন অভিযোগ করেন, ‘রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে আমার বাবাকে পাশের একটি বাগানে পা ও গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষরা।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ জানান, সংঘর্ষের ঘটনায় লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনী টহল দিচ্ছে। এ ঘটনায় তিন থেকে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

আকরামুজ্জামান আরিফ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত সংঘর্ষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর