সোনাগাজীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা উজ্জ্বল গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১০
-68c16aab8c668.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ফেনীর সোনাগাজীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পৌর শাখার নেতা জাহেদুল আলম উজ্জ্বলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে পৌর শহরের ৪নং ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উজ্জ্বলের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েজিদ আকন্দ জানান, গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এমরান পাটোয়ারী/এআরএস