৭ দফা দাবিতে জয়পুরহাটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৫
-68c16bf74f237.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও পেশাগত কর্মক্ষেত্রের বিরুদ্ধে ‘অব্যাহত ষড়যন্ত্রের’ প্রতিবাদে এবং জাতীয় স্বার্থে ৭ দফা দাবির বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার লক্ষ্যে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র, শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি রেজাউল আলম সিদ্দিক, সাধারণ সম্পাদক খালেদুল হক, জয়পুরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আহসানুল হাবিব খান, সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মিহেদী খান প্রমুখ।
বক্তারা একমুখী প্রকৌশল শিক্ষাব্যবস্থা চালু, প্রকৌশলীদের পেশা পরিবর্তন রোধ, প্রকৌশল সংস্থায় প্রশাসনিক ক্যাডারে জনবল নিয়োগসহ ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
মাহফুজ রহমান/এআরএস