ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবিতে মানিকগঞ্জে আলোচনা সভা

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৩
-68c16db2e26c6.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ৭ দফা দাবিকে ঘিরে মানিকগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ মানিকগঞ্জ শাখার উদ্যোগে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার রোকনুজ্জামান। বক্তব্য রাখেন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার জাহিদুল হক, আইডিইবির সাধারণ সম্পাদক ও ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার ড. মোহাম্মদ ফারুক হোসেন, জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার রতন মিয়া, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার দবিরুল ইসলামসহ অন্যান্যরা।
সভায় কনফিডেন্স পলিটেকনিক ও ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরাও অংশ নেন।
এআরএস