Logo

সারাদেশ

পটিয়ায় সিএনজি যাত্রীকে ছুরিকাঘাত, গণধোলাইয়ের পর গ্রেপ্তার ৪

Icon

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৩

পটিয়ায় সিএনজি যাত্রীকে ছুরিকাঘাত, গণধোলাইয়ের পর গ্রেপ্তার ৪

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নুরুল আলম সুমন (৩৩) নামে এক সিএনজি যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের শান্তিরহাট সুপার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সুমন কুসুমপুরার ছগির আহমদের ছেলে। এসময় স্থানীয়রা চার ছিনতাইকারীকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।

আটকরা হলেন— উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের মিরাজ (১৬), কুমিল্লার নবী হোসেন (৩১), নগরীর সল্টগোলা এলাকার নাদিম (২৫) এবং খুলনার প্রিন্স হাওলাদার (২৯)।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি চট্টগ্রামমুখী সিএনজি ট্যাক্সি শান্তিরহাট এলাকায় পৌঁছালে ভেতরে থাকা এক যাত্রী ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করেন। স্থানীয়রা সিএনজি থামিয়ে যাত্রীকে উদ্ধার করে এবং ছিনতাইকারীদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।

পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত যাত্রী ও চার ছিনতাইকারীকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, গত সপ্তাহে উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নে ছিনতাইকারীর হাতে এক রিকশাচালক খুন হন। সে ঘটনার এখনও ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হামলা ও ভাংচুর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর