Logo

সারাদেশ

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঘরে ঘরে কাজ করতে হবে : সেলিমা রহমান

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৮

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঘরে ঘরে কাজ করতে হবে : সেলিমা রহমান

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ‘ডাকসু নির্বাচনে আমরা দেখেছি কীভাবে আওয়ামী লীগের সহযোগীদের সঙ্গে মিলে আরেকটি রাজনৈতিক দল খেলা খেলেছে। এসব বিষয় আমাদের বুঝতে হবে, জানতে হবে এবং এখন থেকেই সক্রিয় হতে হবে।’

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান আরও বলেন, সামনে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছে। তাই এখন থেকেই ঘরে ঘরে গিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, ‘কে নমিনেশন পেয়েছে, সেটা মুখ্য নয়। মূল বিষয় হলো, ধানের শীষ যেন বিজয়ী হয়।’

তিনি সমাজের নৈতিক অবক্ষয়ের কথাও তুলে ধরেন। বলেন, ‘আজ সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ হারিয়ে গেছে। শিক্ষার্থীরা অশালীন ভাষা ব্যবহার করছে। শিক্ষক ও মা-বাবার সম্মান কমে গেছে। আমাদের এই শূন্যস্থান পূরণে ভূমিকা রাখতে হবে।’

সেলিমা রহমান দলীয় নেতাকর্মীদের তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য কাজ করার আহ্বান জানান। সভা শেষে মহিলা দলের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর