Logo

সারাদেশ

সোনারগাঁয়ে ৪শ’ অবৈধ দোকানপাট উচ্ছেদ

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫২

সোনারগাঁয়ে ৪শ’ অবৈধ দোকানপাট উচ্ছেদ

ছবি : বাংলাদেশের খবর

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁ অংশে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৪শ’ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমানের নেতৃত্বে অভিযানটি সম্পন্ন হয়।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রায় ৪শ’ অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। আমরা প্রশাসনকে সহায়তা করেছি।’

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিমসহ সোনারগাঁ থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা।

সজীব হোসেন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

উচ্ছেদ অভিযান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর