Logo

সারাদেশ

ভাঙ্গায় টানা সড়ক অবরোধ বৃহস্পতিবারও চলবে

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৩

ভাঙ্গায় টানা সড়ক অবরোধ বৃহস্পতিবারও চলবে

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুর-৪ আসনের আলগী ও হামিরদী ইউনিয়নকে বিচ্ছিন্ন করে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় টানা দ্বিতীয় দিন সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। আন্দোলনকারীরা জানান, বিতর্কিত এই সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়া দিনের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন। তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পুনরায় সড়ক অবরোধ করা হবে।

চেয়ারম্যান সিদ্দিক মিয়া বলেন, ‘আমাদের আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করার ষড়যন্ত্র যারা করেছে, তাদের চিহ্নিত করে এই অন্যায়ের জবাব আগামী নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে দেবে।’

এদিকে চলমান আন্দোলনকে কেন্দ্র করে ভাঙ্গা উপজেলা চত্বর ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব ও সেনা সদস্যরাও মোতায়েন করা হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেউ বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়দের একমাত্র দাবি—বিতর্কিত গেজেট বাতিল করে আলগী ও হামিরদী ইউনিয়ন পুনরায় ফরিদপুর-৪ আসনে ফিরিয়ে দেওয়া।

ইমরান মুন্সী/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন সড়ক অবরোধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর