Logo

সারাদেশ

কিশোর চাকমার উদ্যোগে খাগড়াছড়িতে প্রতিবন্ধীদের জন্য স্বপ্ন প্রতিবন্ধী কেন্দ্র

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৮

কিশোর চাকমার উদ্যোগে খাগড়াছড়িতে প্রতিবন্ধীদের জন্য স্বপ্ন প্রতিবন্ধী কেন্দ্র

ছবি : বাংলাদেশের খবর

পার্বত্য জেলা খাগড়াছড়িতে শারীরিক ও মানসিকভাবে অক্ষম প্রতিবন্ধীদের জন্য ‘স্বপ্ন প্রতিবন্ধী’ নামে একটি আশ্রয় কেন্দ্র পরিচালনা করা হচ্ছে। ২০১৮ সালে শিক্ষিত প্রতিবন্ধী যুবক কিশোর চাকমা মাত্র তিনজন প্রতিবন্ধীকে নিয়ে এই কেন্দ্রটি চালু করেন। বর্তমানে এখানে ২৩ জন প্রতিবন্ধী থাকেন।

কেন্দ্রটির মূল লক্ষ্য প্রতিবন্ধীদের কারও বোঝা না হয়ে, বাস্তবমুখী প্রশিক্ষণ ও শিক্ষা দিয়ে আত্মনির্ভরশীল করা। শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কম্পিউটার, সেলাই মেশিনসহ বিভিন্ন মৌলিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হলেও বর্তমানে আবাসন ও খাবারের সংকটের কারণে কিছু প্রশিক্ষণ বন্ধ রয়েছে।

প্রতিষ্ঠাতা কিশোর চাকমা জানান, ‘প্রতিবন্ধীরা যাতে সুশিক্ষিত ও দক্ষ হতে পারে, এজন্য সরকার ও বিত্তবানদের সহযোগিতা প্রয়োজন। খাদ্য ও আবাসনের সংকট দূর হলে তারা স্বপ্ন পূরণের পথে অগ্রসর হবে।’

খাগড়াছড়ি জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ডা. উক্রাচিং মারমা ও জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা আশা প্রকাশ করেছেন যে, জেলা প্রশাসন ও স্থানীয় সরকার যথাযথ সহযোগিতা করলে স্বপ্ন প্রতিবন্ধীদের স্বপ্ন পূরণ সম্ভব হবে।

ছোটন বিশ্বাস/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর