উপজেলা যুবদলের আহ্বায়ককে আ.লীগের দোসর আখ্যা দিয়ে বহিষ্কারের দাবি

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫২
-68c19ecb854ad.png)
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিন মোল্যাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে অবিলম্বে আহ্বায়ক পদ হতে তার বহিষ্কারের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা সদর বাজারে বানা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বানা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাদী রতন।
লিখিত এক বক্তব্যে হাদী রতন বলেন, গত ৯ সেপ্টেম্বর আলফাডাঙ্গা থানার গোলঘরে জমিজমা সংক্রান্ত বিষয়াদি নিয়ে এক শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপজেলা যুবদলের আহ্বায়ক পরিচয় দিয়ে শাহিন মোল্যা শালিস বাণিজ্য করার চেষ্টা করলে উপস্থিত জনগণের হাতে গণধোলাইয়ের শিকার হন।
শাহিন মোল্যা আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে হাদী রতন বলেন, গত বানা ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জিল্লু মিয়ার পক্ষে নির্বাচন করেন তিনি। আওয়ামী লীগের আমলে জিল্লুর ক্ষমতার দাপট দেখিয়ে বিএনপির বিভিন্ন নেতাকর্মীর ওপর অমানবিক অত্যাচার ও নির্যাতন চালিয়েছে। এমনকি বিভিন্ন সময় পুলিশ দিয়ে হয়রানি পর্যন্ত করেছে। ৫ আগস্ট পর আওয়ামী লীগ নেতা জিল্লুকে ছেড়ে সুযোগ-সন্ধানী শাহিন মোল্যা এখন যুবদলের পরিচয় দিয়ে নানা অপকর্ম করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
এছাড়াও সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিন মোল্যাকে ভূমিদস্যু, সন্ত্রাস, জমি জালিয়াতি, শালিস বাণিজ্যকারী দাবি করে তাকে দল থেকে বহিষ্কারের জন্য যুবদলের শীর্ষ নেতাদের হস্তক্ষেপ কামনা করা হয়।
এসময় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মান্নান, বানা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিমায়েত হোসেন মৃধা, সাবেক প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আলামিন ইসলাম নাজমুল প্রমুখ।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে আলফাডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিন মোল্যা বলেন, আমার বিরুদ্ধে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। প্রতিপক্ষ ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে এসব ভিত্তিহীন অভিযোগ তুলেছে।