Logo

সারাদেশ

বাবার দ্বিতীয় বিয়ের জেরে মাকে বাঁচাতে গিয়ে ছেলে নিহত

Icon

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৮

বাবার দ্বিতীয় বিয়ের জেরে মাকে বাঁচাতে গিয়ে ছেলে নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে বাবার দ্বিতীয় বিয়ের জেরে ছুরিকাঘাতে ছেলে নিহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী ঘড়ি মার্কেট এলাকার শেখ আকন বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মো. সাহেদ (২৪) আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। অভিযুক্ত বাবার নাম নুরে জামান (৬০)।

নিহতের মা কামরুন্নাহার বেগম জানান, তিনি তিন ছেলে-মেয়ে নিয়ে চট্টগ্রামের সিডিএ এলাকার একটি ভাড়া বাসায় থাকেন। মঙ্গলবার রাতে তার স্বামী দ্বিতীয় বিয়ে করে গ্রামের বাড়িতে এসেছে শুনে তিনি সেখানে যান। বুধবার সন্ধ্যায় এ বিষয়ে কথা বলতে গেলে নুরে জামান ছুরি নিয়ে পরিবারের সবাইকে ধাওয়া করেন। এক পর্যায়ে তার ছেলে সাহেদ মাকে রক্ষা করতে এগিয়ে গেলে নুরে জামান তাকে ছুরিকাঘাত করে হত্যা করেন।

নিহতের খালা নূরজাহান বেগম বলেন, আমার বোনের স্বামী নুরে জামান মঙ্গলবার দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন। বিষয়টি জানতে পেরে বুধবার বিকেলে আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সেখানে যাই। ওই সময় নুরে জামান আমার বোন কামরুন্নাহারের চুল ধরে টানাটানি শুরু করেন। তখন ছেলে সাহেদ মাকে বাঁচাতে এগিয়ে গেলে নুরে জামান তার বুকে ছুরি মেরে দেয়। আমরা এ হত্যার বিচার চাই।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আর্যরাজ দত্ত বলেন, হাসপাতালে আনার আগেই সাহেদের মৃত্যু হয়। তার বুকে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, পারিবারিক কলহের জেরে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে নুরে জামান ছুরিকাঘাত করেন। পরিবারের সদস্যরা প্রথমে বেসরকারি হাসপাতালে এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাফায়ের মেহেদী/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর