Logo

সারাদেশ

কালিয়াকৈরে হত্যা মামলার আসামি ইউপি সদস্য গ্রেপ্তার

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৭

কালিয়াকৈরে হত্যা মামলার আসামি ইউপি সদস্য গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল মিয়াকে ৪৫ গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জয়নাল মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি। এছাড়াও তিনি ফুলবাড়িয়া ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

গ্রেপ্তারকৃত জয়নাল মিয়া উপজেলার পাপুরিয়াচালা গ্রামের তসিম উদ্দিনের ছেলে।

কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) জোবায়ের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মো. দেলোয়ার হোসেন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর