ভাঙ্গায় টানা তৃতীয় দিন সড়ক অবরোধ, আজ বন্ধ রেলও

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩

ফরিদপুর-৪ আসনের আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করার প্রতিবাদে ভাঙ্গায় টানা তৃতীয় দিনও সড়ক অবরোধ চলছে। ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুর-৪ আসনের আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করার প্রতিবাদে ভাঙ্গায় টানা তৃতীয় দিনও সড়ক অবরোধ চলছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আন্দোলনের নতুন ধাপে রেলপথও অবরোধ করেছেন বিক্ষোভকারীরা।
এদিন সকালে সকাল ৭টা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নের হাজারো বাসিন্দা পার্শ্ববর্তী ইউনিয়নের মানুষদের সঙ্গে মিলিত হয়ে ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল ও ফরিদপুর মহাসড়কের অন্তত নয়টি পয়েন্টে যান চলাচল বন্ধ করে দেন।
একইসঙ্গে ভাঙ্গা উপজেলার কৈডুবি সদরদী এলাকায় ঢাকা-খুলনা-যশোর রেললাইনে অবস্থান নিয়ে রেল চলাচলও বন্ধ করেন বিক্ষোভকারীরা। আন্দোলনের তৃতীয় দিনে প্রথমবারের মতো রেললাইন অবরোধ করলেন তারা।
এর ফলে রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সড়ক ও রেল যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, খুলনা, বাগেরহাটসহ গুরুত্বপূর্ণ জেলার সঙ্গে রাজধানীর যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
রেল অবরোধের কারণে খুলনা থেকে ঢাকাগামী ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনটি গোপালগঞ্জের মুকসুদপুর রেলস্টেশনে আটকা পড়েছে।
আন্দোলনকারীরা দাবি করেন, প্রশাসনের পক্ষ থেকে এখনও তাদের সঙ্গে কোনো সংলাপ বা আশ্বাস দেওয়া হয়নি। তারা জানান, দাবি মেনে নেওয়া না হওয়া পর্যন্ত সড়ক ও রেল অবরোধ চালবে।
ইমরান মুন্সী/এমবি