Logo

সারাদেশ

কুড়িগ্রামে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

Icon

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪১

কুড়িগ্রামে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামের নাগেশ্বরীর প্রস্তাবিত কচাকাটা উপজেলায় অভিযান চালিয়ে ২৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- কেদার ইউনিয়নের ইসলামপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে সিরাজুল ইসলাম পাইন্যাহ (৩৮) ও টেপারকুটি গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে সুজাব আলী (৪০)।

পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে ভারত থেকে মদ ও ইয়াবা ট্যাবলেট এনে এলাকায় বিক্রি করে আসছিলেন। এর আগে একাধিকবার তারা পুলিশের হাতে আটক হয়ে জেলহাজতে গিয়েছিলেন।

কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

নূর-ই-আলম সিদ্দিক/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর