চাকরি থেকে সাময়িক বরখাস্ত সাবেক ডিসি সুলতানা

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৬
-of-Kurigram-68c282f1a3dab.jpg)
সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে তুলে নিয়ে নির্যাতন ও হত্যাচেষ্টা মামলায় কারাগারে বন্দি থাকা কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২ সেপ্টেম্বর সুলতানা পারভীন সিনিয়র দায়রা জজ আদালত, কুড়িগ্রামে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। সরকারি চাকরি আইন ২০১৮-এর ৩৯(২) ধারা অনুযায়ী তাকে ওইদিন থেকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ সময়ে বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন।
এর আগে গত ৩ আগস্ট হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছিলেন ডিসি সুলতানা পারভীন। আদালত তা না মঞ্জুর করে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। পরবর্তীতে ২১ আগস্ট তিনি জেলা জজ আদালতে জামিন আবেদন করেন। শুনানির পর ২ সেপ্টেম্বর তার জামিন নামঞ্জুর হয় এবং তাকে কারাগারে পাঠানো হয়। পরে হাইকোর্ট ৯ সেপ্টেম্বর ছয় মাসের জামিন দিলেও বুধবার (১০ সেপ্টেম্বর) রাত পর্যন্ত তিনি কারাগারেই বন্দি ছিলেন বলে কারাগার সূত্র জানিয়েছে।
কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার এ.জি. মাহমুদ বুধবার রাত পৌনে ৮টায় বলেন, ‘সাবেক ডিসি সুলতানা পারভীন এখনও কারাগারে বন্দি রয়েছেন। তার জামিন আদেশ সংক্রান্ত কাগজ এখনও (বুধবার রাত পর্যন্ত) কারাগারে পৌঁছায়নি।’
উল্লেখ্য, ২০২০ সালের ১৩ মার্চ রাতে কুড়িগ্রাম শহরের একটি সরকারি পুকুর ‘সুলতানা সরোবর’ নামে নামকরণ নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিক আরিফুল ইসলামকে তার বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন করা হয়। পরে তাকে মাদক মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়।
এ ঘটনার পর সারাদেশে তীব্র সমালোচনার মুখে তিনি জামিনে মুক্তি পান এবং কুড়িগ্রামের তৎকালীন ডিসি সুলতানা পারভীনসহ কয়েকজন ম্যাজিস্ট্রেট ও অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ফজলু/এমবি