Logo

সারাদেশ

ফেনীতে ভেজাল ঔষধ বিক্রির দায়ে ২ ফার্মেসী মালিককে জরিমানা

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩০

ফেনীতে ভেজাল ঔষধ বিক্রির দায়ে ২ ফার্মেসী মালিককে জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

ফেনীতে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে দুই ফার্মেসী মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এই জরিমানা করেন।

জানা যায়, দুপুরে ফেনীর মহিপাল এলাকায় অভিযান চালিয়ে আলেয়া মেডিকেল থেকে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়। এ অপরাধে প্রতিষ্ঠানের মালিককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সময় সততা ফার্মেসী থেকে লাইসেন্সবিহীন অবস্থায় ঔষধ বিক্রির কারণে মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা পুলিশের একটি টিম সহায়তা করেছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, জেলা ব্যাপি ভোক্তা অধিকার রক্ষায় ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে লিফলেটও বিতরণ করা হচ্ছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জরিমানা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর