Logo

সারাদেশ

জামালপুরে মাদক পাচারের সময় ট্রাকসহ আটক ২

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, জামালপুর

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১০

জামালপুরে মাদক পাচারের সময় ট্রাকসহ আটক ২

ছবি : বাংলাদেশের খবর

জামালপুরে মাদক পাচারের সময় একটি ট্রাকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের জামালপুর পৌর শহরের কম্পপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—জামালপুর সদরের কাচাসড়া গ্রামের মাজেদ আলীর পুত্র ট্রাক চালক খোকন এবং বেলটিয়া এলাকার নায়েব আলী শেখের পুত্র সজল।

অভিযোগ রয়েছে, ট্রাকের মালিক এবং মেসার্স দূর্গা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শ্যামল চন্দ্র সাহা দীর্ঘদিন তার বিভিন্ন ব্যবসার আড়ালে নিজস্ব পরিবহনের মাধ্যমে মাদক পাচার করলেও অদৃশ্য কারণে সরকারের সব আমলেই ধরাছোঁয়ার বাইরে থাকেন।

এ বিষয়ে শ্যামল চন্দ্র সাহার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

জামালপুর থানার ওসি আবু ফয়সল মো. আতিক জানান, গোপন সংবাদে কম্পপুর এলাকায় অভিযান চালিয়ে ভূট্টা ভর্তি একটি ট্রাকসহ তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭০ পিস ট্যাপেনটাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

মেহেদী হাসান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর