Logo

সারাদেশ

আমড়া গাছ থেকে পড়ে আমড়া ব্যবসায়ীর মৃত্যু

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৭

আমড়া গাছ থেকে পড়ে আমড়া ব্যবসায়ীর মৃত্যু

ছবি : সংগৃহীত

পিরোজপুরের কাউখালীতে আমড়া গাছ থেকে পড়ে এক আমড়া ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আমরাজুরী ইউনিয়নের আশোয়া গ্রামের মকবুল শেখের ছেলে এবং আমড়া ব্যবসায়ী ইলিয়াস শেখ (৫০) পশ্চিম আমরাজুরী গ্রামে আমড়া গাছে উঠে আমড়া পারার সময় হঠাৎ অসাবধানতার কারণে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউখালী উপজেলার পার্শ্ববতী স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

আমরাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান বলেন, ‘গাছ থেকে পড়ে আমড়া ব্যবসায়ীর মৃত্যুর খবর পাওয়া গেছে। অভিযোগ পেলে তদন্ত করা হবে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর