Logo

সারাদেশ

বরিশালে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ২৫

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৬

বরিশালে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ২৫

ছবি : বাংলাদেশের খবর

বরিশালের মুলাদী উপজেলায় ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠান প্রস্তুতির সময় ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে মুলাদী সরকারি কলেজে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ৫–৬ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশাল জেলা শিবিরের সভাপতি সাইয়েদ আহমেদ জানান, আগামী ২৩ তারিখ অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে একটি ক্যারিয়ার গাইড লাইন অনুষ্ঠান রয়েছে। অনুষ্ঠান সফল করতে জেলা ও উপজেলার শিবিরের নেতারা মুলাদী কলেজে গেলে ছাত্রদলের উপজেলা ও কলেজ শাখার নেতারা হঠাৎ হামলা চালিয়ে ১৫–২০ জন শিবির নেতাকে আহত করে।

এর মধ্যে ৬ জনকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ অস্বীকার করে মুলাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালী বলেন, ‘ডাকসু নির্বাচনের পর থেকে পুরো কলেজ নিয়ন্ত্রণের চেষ্টা করেছে শিবির। এক পর্যায়ে শিবির তারেক রহমানকে নিয়ে কটুক্তি করলে কলেজ শাখার সভাপতি প্রতিবাদ করেন। পরে তাকে কলেজ থেকে বের করে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে শিবির আমাদের উপর হামলা চালায়। এতে ছাত্রদলের ৭–৮ জন নেতাকর্মী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমান শিবির নেতৃত্ব দিচ্ছেন যারা আগে ছাত্রলীগ করতেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করি এবং বিচারের দাবি জানাচ্ছি।’

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘মুলাদী থেকে ছয়জন আহত রোগী ভর্তি হয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর তাদের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলছে।’

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, ‘দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে আছে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছাত্রশিবির বিএনপি সংঘর্ষ ছাত্রদল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর