কুমিল্লায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৬

ছবি : বাংলাদেশের খবর
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মোস্তাফাপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে মোস্তাফাপুর আবদুল আলী পাম্পের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে মহাসড়কের পাশে বালুর স্তুপের ঝোপে লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তি আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী। তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। লাশের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। তবে অন্য কোনো কারণ আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে কাজ চলছে।’
এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তবে পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। অপরাধীদের শনাক্তে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে পুলিশ।
এদিকে লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, মহাসড়কের পাশের এলাকায় রাতে নিরাপত্তাহীনতা বাড়ছে।
সোহাইবুল ইসলাম সোহাগ/এআরএস