Logo

সারাদেশ

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাক্ষর জালিয়াতি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫১

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাক্ষর জালিয়াতি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার ফয়সাল শপিং কমপ্লেক্সে মেয়াদ ও উৎপাদনের তারিখ ছাড়া খাবার বিক্রি এবং ট্রাক রোডের আল আকসা ডায়াগনস্টিক সেন্টারে ল্যাব টেকনোলজিস্টের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান যৌথ বাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার বিক্রির অপরাধে ‘সুন্নাহ ঘর’-এর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আর ল্যাব টেকনোলজিস্টের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে আল আকসা ডায়াগনস্টিক সেন্টারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার অর্থ প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে পরিশোধ করেছে। পাশাপাশি ভবিষ্যতে এমন অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকারও করেছে।

এ সময় নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে অন্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। ভোক্তা অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

অভিযানে জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম এবং যৌথ বাহিনীর একটি দল সহায়তা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা।

এআরএস


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জরিমানা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর