বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৬
-68c2d76daa2e0.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বগুড়া সদরের দ্বিতীয় মহাসড়কের কালিবালা এলাকায় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সড়ক দুর্ঘটনায় সিয়াম (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত সিয়াম উলিপুর দক্ষিণপাড়া এলাকার মান্নান প্রামাণিকের ছেলে এবং তার বাবা-মায়ের একমাত্র পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিয়াম মানিকচক দিক থেকে মোটরসাইকেলে দ্রুতগতিতে মাটিডালি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় সিয়ামের বন্ধু সিহাব ও অটো ড্রাইভারসহ আরও তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
উলিপুর এলাকার সোহেল জানান, সিয়ামের বাবা সৌদি প্রবাসী। সম্প্রতি দেশে ছুটিতে এসে নতুন মোটরসাইকেল পায় সিয়াম।
ফুলবাড়ি ফাঁড়ির পরিদর্শক জোবায়েদ খান বলেন, দুর্ঘটনার পর মোটরসাইকেল ও অটোরিকশা জব্দ করা হয়েছে। নিহত সিয়ামের মরদেহ পরিবারের কাছে পৌঁছে গেছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, এখন পর্যন্ত দুর্ঘটনার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
জুয়েল হাসান/এআরএস