Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় গুণী শিক্ষক নির্বাচিত হলেন শামিমা নাসরিন

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৮

আলফাডাঙ্গায় গুণী শিক্ষক নির্বাচিত হলেন শামিমা নাসরিন

বাংলাদেশের খবর

২০২৫ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে ফরিদপুরের  আলফাডাঙ্গা উপজেলায় গুণী শিক্ষক নির্বাচিত হলেন ১০ নং নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামিমা নাসরিন। 

বৃহস্পতিবার দুপুরে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মকালীন ডকুমেন্টস এর যাচাই-বাছাই ও সাক্ষাৎকারের মাধ্যমে তাকে গুণী সহকারী শিক্ষক নির্বাচিত করা হয়েছে।

এ প্রতিযোগীতায়  তিনজন সহকারী শিক্ষক অংশ গ্রহণ করেন। অন্য দু’জনে হলেন, শামসের উদ্দীন টিটো, সহকারী শিক্ষক আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোহেল  রানা,সহকারী শিক্ষক মালা সরকারি প্রাথমিক বিদ্যালয় আলফাডাঙ্গা ফরিদপুর। 

জীবনে প্রথম গুণী শিক্ষক নির্বাচিত হয়ে শামিমা নাসরিন জানান,আমি আসলে শিশুদের আনন্দে কাজ করে যাই,গুণী কিনা জানিনা, তবে আপ্রাণ চেষ্টা করি শিশুরা মানুষের মতো মানুষ হোক।আমার প্রতিটি শিশুর ভবিষ্যৎই উজ্জ্বল হোক। তবুও এবার কাজের স্বীকৃতি পেয়ে ভালো লাগছে, তিনি আগামী পথের জন্য দোয়া চেয়েছেন সকলের কাছে ।

এমএম

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর