Logo

সারাদেশ

মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজি চালকের

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০০

মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজি চালকের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ইব্রাহিম (৩০) নামে এক সিএনজি চালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ইব্রাহিম (৩০) নামে এক সিএনজি চালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে ফেনী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ইব্রাহিম শহরের পশ্চিম রামপুর এলাকার মোহাম্মদ মোস্তফার ছেলে।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ভোরে মহাসড়কের পাশে একটি অটোরিকশা ও চালকের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় এক পথচারী পুলিশে খবর দেন। পরে মহিপাল হাইওয়ে পুলিশের টহলদল ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মহাসড়কের পাশবর্তী একটি ফিলিং স্টেশন থেকে গ্যাস নিয়ে বাড়ি ফেরার পথে সে দুর্ঘটনার শিকার হয়। তবে কোনো গাড়ি তাকে চাপা দিয়েছে কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সড়ক আইনে মামলা করা হয়েছে।

এম. এমরান পাটোয়ারী/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর